বাউফলে ১৭ গ্রামে ঈদ-উল-আযহা পালন

বাউফলে ১৭ গ্রামে ঈদ-উল-আযহা পালন

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রতিনিধি,  আজ ১১ আগস্ট রবিবার, পটুয়াখালী বাউফলের ১৭ গ্রামের ৭ শতাধিক পরিবারের প্রায় ২১ হাজার মানুষ ঈদ-উল-আযহা পালন করেছেন। উপজেলার সদর ইউনিয়ন বাউফলের বিলবিলাস, গোসিংগা, পূর্ব কায়না, মদনপুরা ইউপির চন্দ্রপাড়া, দ্বিপাশা, নাজিরপুর ইউপির তাঁতেরকাঠী, কাছিপাড়া ইউপির সূর্দি, কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রাম, বগা ইউপির শাপলাখালি, রাজনগর, ধাউরাভাঙ্গা ও সাবুপুরা গ্রামে পৃথক পৃথক ঈদ-উল-আযাহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আজাহার প্রথম জামাত সকাল আট ঘটিকায় শুরু হয় মদনপুরা ইউপির চন্দ্রপাড়া সাহছুফি মমতাজিয়া জামে মসজিদ ময়দানে। দ্বিতীয় জামাত সারে আটটায় শাপলাখালির শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে ও তৃতীয় জামাত দ্বীপাশা হাওলাদার বাড়ী জামে মসজিদ মাঠ সহ ১০টি স্থানে ঈদ-উল-আযাহার নামাজ শেষে পশু কুরবানি দেওয়া হয়। পবিত্র ঈদু-উল আযাহার সর্ব বৃহৎ নামাজ অনুষ্ঠিত হয় উপজেলার শাপলাখালির শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে। নামাজে ইমামতি করেন শাহছুফি মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। উল্লেখ্য, জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরিফ এলাহাবাদ চন্দনাইস চট্টগ্রাম এর অনুসারীরার প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-আযহা পালন করেন। এর প্রধান আয়োজক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জা আলী।